ঈমানদিপ্ত পথ

Nature

ঈমান কাকে বলে দেখে নিন

by shafiqul islam

Monday, August 26, 2019

দাদ এর চিকিৎসা এর ছবির ফলাফলদাদ এর চিকিৎসা এর ছবির ফলাফল




দাদ কি ?

দাদ একটি সংক্রামক চর্মরোগ।ইংরেজি:Dermatophytosis তবে "Ringworm" "Tinea" নামেও পরিচিত।তবে এর কারণ কোন "worm" বা ক্রিমি নয়।এর কারণ ত্বকের উপরের দিকে (superficially) ছত্রাক সংক্রমণ।

ছত্রাক ঘটিত দাদঃসাধারণত ঘামে ভেজা শরীর,অপরিষ্কার-অপরিচ্ছন্ন শরীর,দীর্ঘ সময় ভেজা থাকে এমন শরীর, ত্বকে ক্ষত আছে এমন শরীর এই ছত্রাকগুলোর স্পোর (বা,হাইফা) দ্বারা আক্রান্ত হয়।এই ছত্রাকগুলোর সুপ্তিকাল ৩ থেকে ৫ দিন।

তিনরকম :
1.     ট্রাইকোফাইটন- (Trichophyton গণ)
2.     এপিডার্মফাইটন (Epidermophyton গণ)
3.     মাইক্রোস্পোরাম (Microsporum গণ)
সংক্রমন স্হানঃ
1.     শরীরের যেকোন অঙ্গের চামড়ায় হতে পারে।
2.     টিনিয়া ক্রুরিস =কুঁচকির (groin) দাদ
3.     টিনিয়া ক্যাপাইটিস=মাথার দাদ
4.     টিনিয়া কর্পোরিস= শরীরে(trunk) বা হাত পায়ে দাদ
5.     টিনিয়া পেডিস (অ্যাথলেট'স ফুট)= পায়ের পাতায় দাদ
6.     টিনিয়া আঙ্গুয়াম= নখে দাদ
7.     মাথায় চিরুণী দ্বারা ও পায়ে পুরোন মোজা দ্বারা সংক্রমিত হতে পারে।
উপসর্গঃ
1.     প্রথমে আক্রান্ত স্থানে ছোট লাল গোটা হয় এবং সামান্য চুলকায়।
2.     পরে আক্রান্ত স্থানে বাদামী বর্ণের আইশ হয় এবং স্থানটি বৃত্তাকারে বড় হতে থাকে।
3.     ক্রমে সুনির্দিষ্ট কিনারা সহ বৃত্তের আকার বৃদ্ধি পেতে থাকে এবং মাঝখানে ত্বক স্বাভাবিক হয়ে আসে।
4.     চুলকানি বৃদ্ধি পায়।
5.     চুলকানোর পর আক্রান্ত স্থানে জবালা হয় এবং আঠালো রস বের হয়।
6.     মাথায় হলে স্থানে স্থানে চুল উঠে যায়, নখে হলে দ্রুত নখের রঙ বদলায় এবং শুকিয়ে খণ্ড খণ্ড ভেঙ্গে যেতে পারে।
বিস্তারঃএটি সংক্রামক রোগ। অতি সহজেই রোগী থেকে সুস্থ দেহে বিস্তার লাভ করতে পারে।রোগীর চিরুনি,তোয়ালে,বিছানা ইত্যাদি ব্যবহার করলে এ রোগে আক্রান্ত হবার সম্ভবনা থাকে।তবে রোগাক্রান্ত পোষা বিড়ালের মাধ্যমে এটি বেশী ছড়ায়।

দাদের হেমিওপ্যাথিক চিকিৎসা :লক্ষণ বিবেচনায় নিচের ঔষধ সমুহ হতে সঠিক ঔষধ নির্বাচন করা সম্ভব হলে দাদেরমত কঠিন রোগও আরোগ্র হয়।

দাদের হোমিওপ্যাথিক চিকিৎসায় ব্যবহৃত সদৃশ ঔষধ নির্বাচনঃ

ব্যারাইটা কার্ব্ :গন্ডমালা ধাতুগ্রস্হ শিশুর মাথায় দাদ হলে এবং মাথার চুল ঝড়ে পরলে ব্যাবাইটা কার্ব্ উপযোগী ।

ক্যালকেরিয়া কার্ব্ : স্ক্রুফুলা ধাতুগ্রস্হ মোটা থলথলে যে কোন রোগীর মাথায় দাদ হলে ,মোটা মামড়ী পড়লে,হলুদাভ পুজ জন্মিলে তবে এই ঔষধটি উপযোগী

নেট্রাম কার্ব্ :হাতে, পিঠে,নাক-মুখে,ঠোটে দাদ হলে ভীষণ চুলকানী ,ঘর্ষনে ও ঠান্ডায় আরাম বোধ হলে উপযোগী ।

নেট্রাম মিউর : কনুই,জানু,অন্ডকোষ,ও উরুতে দাদ ভয়ানক চুলকানী,রসঝলে,লবন প্রীয় রোগীর জন্য অত্যন্ত কার্য্করী।

সিপিয়া : কনুই,জানু,হাত-পা,গ্রীবা,কানের পাশে,কোমড়ে দাদ,অত্যন্ত চুলকানী জ্বালা আইশ উঠে,গর্ভাবস্হায়,ঋতুকালে,শিশুলালন কালে বৃদ্ধি হলে সিপিয়া উপযোগী।

টেলুরিয়াম :সর্ব্-শরীরে দাদ হলে ,একটি বৃত্তকে ছেদ করে আরেকটি বৃত্ত তৈরী হলে এভাবে সমস্ত শরীর ছড়িয়ে পড়লে এটি অত্যন্ত কা্র্য্করী।

গ্রাফাইটিস:মোটা দেহ মোটা মল মোটা রস ঝরে এরুপ রোগীর দাদে গ্রাফাইটিস উপযোগী।দাদ কানের পশ্চাতে শুরু হইয়া গলা পর্যন্ত ছড়াইয়া পরে।দাদ হতে প্রচুর চটচটে রস ঝরে।মধুর মত রস ঝরে।অত্যধিক চুলকায়, জ্বলে।দাদ কান মাথা,হাত পায়ে ছড়াইয়া পরে ,চামড়া ফেটে যায়।ক্ষত স্হানে কোন বেদনা থাকে না।এইরুপ দাদে গ্রাফাইটিস উপযোগী।

পেট্রোলিয়াম : মুখে,মাথায়,অন্ডকোষে হলুদাভ সবুজ মামড়ী যুক্ত দাদ ও গভীর ফাটলযুক্ত একজিমা প্রতি বছর শীতকালে আবির্ভাব হলে এবং গ্রীস্ম কালে অপনাঅপনি সেরে গেলে পেট্রোলিয়াম উপযোগী।

সিপিয়া: যে কোন স্হানে লাল জমির উপর ফুস্কুরী জন্মে।অত্যধিক চুলকায় এবং চুলকাইলে জ্বলে।প্রথমে শুষ্ক থাকে পরে দ্রুত ছড়াইয়া পড়ে এবং দুর্গন্ধ যুক্ত রস ঝড়ে।তাহা শুকাইয়া মামড়ী পড়ে পরে ফাটে ও ঝড়ে পড়ে।এই লক্ষণ সমষ্টি যে রোগীর মাঝে পাওয়া যাবে তার জন্য সিপিয়া উপযোগী।

মেজেরিয়াম:মাথা হতে সকল স্হানেই দাদ প্রকাশ পাইতে পারে এবং ক্ষতের উপর শুষ্ক চামড়ার ন্যায় মোটা মামড়ী পড়ে।এর নিচে পুজ জন্মে।মাথায় ভয়ানক চুলকানী চুল জড়িয়া যায়।চুলকাইলে চুলকানি আরো বাড়ে।শিশু চুলকাইয়া মাথার চামড়া রক্তাক্ত করে।তাপে চুলকানী বাড়ে।এই রোগীর জন্য মেজেরিয়াম প্রয়োজন।

আর্সেনিক এলবম : মস্তক মুখমন্ডল ,পায়ে,শুস্ক আইশযুক্ত উদ্ভেদ, হাজাকারক ও দুর্গন্ধ যুক্ত রসসহ অসহ্য চুলকানি ও জ্বালা।রাতে ঠান্ডায় বৃদ্ধি গরম তাপে আরাম ।যে রোগীর ধাতুগত আর্সেনিকের মিল পাবেন তার দাদে অত্যন্ত কার্যকর।

বোরিক রেপার্টরির সাহয্যে দাদের একক ঔষধ নির্বাচনঃ
TINEA
FAVOSA (favus) (See Scalp - Head.) -- Agar., Ars. iod., Brom., Calc. c., Dulc., Graph., Hep., Jugl. r., Kali c., Lappa, Lyc., Med., Mez., Oleand., Phos., Sep., Sulphur. ac., Sul., Ustil., Vinca, Viola tr.
VERSICOLOR (chromophytosis) -- Bac., Chrysar., Mez., Nat. ars.Sep., Sul., Tellur.
TRICHOPHYTOSIS - ringworm (See Scalp - Head.) -- Ant. c., Ant. t., Ars.Bac., Calc. c., Calc. iod., Chrysar.Graph., Hep., Jugl. c., Jugl. r., Kali s., Lyc., Mez., Psor., Rhus t., Semperv. t., Sep., Sul., Tellur., Tub., Viola tr.
Intersecting rings [in] over great portion of body; fever; great Constitutional disturbances -- Tellur.
Isolated spots [in] on upper part of body -- Sep.
Ringworm (tinea capitis) (See Skin.) -- Ars., Bac., Bar. m., Calc. c., Chrys., Dulc., Graph., Kali s., Mez., Petrol., Psor.Sep., Sil., Sul., Tellur., Tub., Viola tr.

দাদ এর জন্য প্রয়োজনিয় বা্ইয়োকেমিক ঔষধের  লক্ষণভিত্তিক আলোচনা-

ক্যালকেরিয়া সালফ: ত্বকের উপর আইস উঠে,চামড়া শুষ্ক থাকে,কোন চর্ম পীড়া বসে গিয়ে দাদের উৎপত্তি হলে চর্ম উত্তপ্ত খসখসে,জ্বালাপোড়া ভাব হলে,মাথার উপর দাদ হলে বেশী উপযোগী।মাত্রা ২০০শক্তির চার বড়ি দিনে একবার শিশুদের অর্ধেক মাত্রা।

নেট্রাম সালফ:যে সকল দাদ একবার শুষ্ক আবার রসাল হয়ে উঠে অর্থাৎ যখন রসাল থাকে তখন মৃতবঃ যখন রসাল হয় তখন সজীব।সজীব অবস্হায় চুলকানী থাকে।মাত্রা ২০০শক্তির ৪ বড়ি দিনে একবার শিুদের অর্ধেক।

ক্যালকেরিয়া সালফ:যে দাদ কখনো সাড়ে না ।মনে হয় একেবার সেড়ে গিয়াছে ক্তিু পুনরায় দেখা দেয় সেই সকল দাদের চিকিৎসায় ক্যালকেরিয়া সালফ উপযোগী।মাত্রা:২০০শক্তির চার বড়ি দিনে একবার শিশুদের অর্ধেক মাত্রা।

উপসংহারঃহোমিওপ্যাথিক একটি লক্ষণ ভিত্তিক চিকিৎসা।রোগের ধরন স্হান,রোগীর মানসিক অবস্হা বিবেচনায় সঠিক ঔষধ নির্বাচন করলে দ্রুত আরোগ্য হয়।কেহ একা একা ঔষধ কিনে খাবেন না এবং বাজার হতে কোন প্রকার মলম কিনে ব্যবহার করবেন না।এতে হিতে বিপরিত হতে পারে।




1 comment:

  1. আমি চিকিৎসা করতে চাই,,,01963394959
    Please help me,,,

    ReplyDelete

Header Ads

Videos