|
আচিঁল বা উপমাংসের চিকিৎসা একমাত্র হোমিওপ্যাথিতে সম্ভব: |
আঁচিল কি? :
আঁচিল এক প্রকার আব বা টিউমার।যাহা চর্মের উপরে জন্মে।ইহা ছোট, বড়,নিরেট,ফাটা,ফুলকপির মত,ফাটা ফাটা বা চলিত ভাষায় কাঠ আচিল ,সুঁচাল এরুপ নানা গঠনে হয়ে থাকে।আঁচিলে কোন বেদনা থাকে না। কষ্ট থাকে না।দেখিতে বিশ্রি দেখায়।কোন কোন আচিঁলে রস ঝরতে ও রক্ত স্রাব হতে দেখা যায়।
হোমিওপ্যাথিক চিকিৎসায় ব্যবহৃত ঔষধসমুহের লক্ষণ ভিত্তিক আলোচনা করা হলঃ
থুজা ( Thuja ): রোগীর আঁচিল যদি ফুলকপির মতো দানা দানা খাঁজ কাটা হয় তখন থুজা( Thuja) ব্যবহার করা যায়।
নাইট্রিক এসিড ( Nitricum Acidium) :আবার রোগীর আঁচিল যদি ফুলকপির মতো দেখতে হয় কিন্তু নড়াচড়ায় আবার সামান্য লাগলেই রক্তপাত হয় তখন Nitricum Acidium ব্যবহার করতে হবে।
কষ্টিকাম ( Causticum)ঃ যদি রোগীর কাছে শুনা যায় বহুদিনের পুরাতন আঁচিল তাহা নরম আকারে চোট আবার ক্ষুদ্র ক্ষুদ্র এবং দেখতে থোবরা, চেপ্টা, কিংবা সূচালো হয়, উহা সাধারণত : চোখের পাতায়, নাকের ডগায়, ঘারে, হাতের আংগুলে ও নখের ধারে হয় তখনি Causticum ব্যবহার্য তবে থুজার বিফলতায় কুষ্টিকাম।
ষ্ট্যাফেসাইগ্রিয়া ( Staphysagria)ঃ
আবার যদি দেখা যায় কোন রোগীর পারদের অপব্যবহারউৎপঅন্ন সাইকোটিক দোষযুক্ত ফুলকপির মতো বড়ো ধরণের আঁচিল বা উপমাংসের সহিত রোগীর একজিমা ও দাঁতের রোগ বর্তমান থাকে এবংষ্ট্যাফেসাইগ্রিয়া ( Staphysagria) ব্যবহারে ভাল কাজ করে।
সেবাইনা ( Sabaina)ঃ কোন শিশু রোগীর শরীরে এবং মুখ মন্ডলে গুড়ি গুড়ি আঁচিল হয় তৎসংগে আঁচিলের ভিতর হতে ভাতের মতো পদার্থবের হয় রোগী বা শিশুর মা-বাবা যদি বলে তবে সেবাইনা ভাল কাজ করে থাকে।আর যদি সেবাইনা ব্যবহারে সম্পূর্ণ ভাবে আঁচিল আরোগ্য লাভ না করে তবে কুষ্টিকামে অব্যর্থ ফল পাবেন। আবার কোন রোগীর যদি মাথায় ফুলকপির মত আঁচিল হয় অন্য কোন ঔষধের প্রয়োজন পরে না থুজা ব্যবহার কলেই যথেষ্ট ফল পাওয়া যায়।
আচিঁলের ঔষধ নির্বাচনের সহজ
গাইড লাইন:
প্রদাহিত আচিঁল:ক্যালকেরিয়া কার্ব,কষ্টিকাম,নেট্রাম সাল্ফ,নাইট্রিকএসিড,সিপিয়া,সাইলেসিয়া,ষ্ট্যাফিসেগ্রিয়,থুজা।
আচিঁলে সহাজই রক্তপাত হয়: সিনাবেরিস,এডি নাই,থুজা।
ক্ষত যুক্ত আচিঁল:আর্সেনিক এলবম,কষ্টিকাম,হিপার সালফ,সাইলেসিয়া,,থুজা।
চ্যাপ্টা আচিঁল:ডল্কামারা,ল্যাকেসিস।
দন্ত যুক্ত আচিল:এন্টিম ক্রুড,এসিড ফস,গ্রাফাইটিস,এসেটিক এসিড,সিপিয়া,থুজা।
বৃন্ত যুক্ত আচিঁল:কষ্টি,ডল্কা,লাইকো,থুজা।
বৃহৎ আচিঁল:কষ্টি,ডল্কা,এসিড নাই,সিপিয়া।
ক্ষুদ্র আচিঁল:ক্যালকেরিয়া কার্ব,এসিড নাই,সার্সাপেরিলা,সিপিয়া,থুজা।
মুখ মন্ডলে আচিঁল:কষ্টি,ডল্কা,এসিড নাই,সিপিয়া,থুজা।
চক্ষুপল্লবে: এসিড নই।
নাকের উপর:কষ্টি,থুজা।
জিব্হায় আচিঁল:অরাম মিউর,থুজা।
গ্রীবায় আচিঁল:এসিড নাই।
বাহুর উপর আচিঁল:ক্যালকেরিয়া ফস,কষ্টিকাম,এসিড নাই,সিপিয়া সালফার।
হাতের আচিঁল:ক্যালকেরিয়া ফস,কষ্টিি,এসিড নাই,লাইকো,সিপিয়া,সালফার থুজা।
করতলে আচিঁল:এনাকার্ডিয়াম ওরি,নেট্রাম মিউর।
আঙ্গুলে আচিঁল:বার্বারিস,ক্যাল,কষ্টি,নেট্রাম মিউর,এসিড এসেটিক,রাসটক্স,সিপিয়া,সালফার,থুজা।
বৃদ্ধ আঙ্গুলিতে আচিঁল:ল্যাকেসিস।
প্রেপুসের উপর আচিল:সিনাবেরিস,ষ্ট্যাফিসেগ্রিয়া,থুজা।
লিঙ্গ মুন্ডেে:এসিড নাই,এসিড ফস,থুজা।
স্ত্রীজননেন্দ্রিয়ে আচিঁল:এসিড নাই,সিপিয়া,ষ্ট্যাফিসেগ্রিয়া,থুজা।ে
আঁচিলের সদৃশ ঔষধ নির্বাচন(বোরিক রেপার্টরির সাহায্যে)
প্রদাহিত আচিঁল:ক্যালকেরিয়া কার্ব,কষ্টিকাম,নেট্রাম সাল্ফ,নাইট্রিকএসিড,সিপিয়া,সাইলেসিয়া,ষ্ট্যাফিসেগ্রিয়,থুজা।
আচিঁলে সহাজই রক্তপাত হয়: সিনাবেরিস,এডি নাই,থুজা।
ক্ষত যুক্ত আচিঁল:আর্সেনিক এলবম,কষ্টিকাম,হিপার সালফ,সাইলেসিয়া,,থুজা।
চ্যাপ্টা আচিঁল:ডল্কামারা,ল্যাকেসিস।
দন্ত যুক্ত আচিল:এন্টিম ক্রুড,এসিড ফস,গ্রাফাইটিস,এসেটিক এসিড,সিপিয়া,থুজা।
বৃন্ত যুক্ত আচিঁল:কষ্টি,ডল্কা,লাইকো,থুজা।
বৃহৎ আচিঁল:কষ্টি,ডল্কা,এসিড নাই,সিপিয়া।
ক্ষুদ্র আচিঁল:ক্যালকেরিয়া কার্ব,এসিড নাই,সার্সাপেরিলা,সিপিয়া,থুজা।
মুখ মন্ডলে আচিঁল:কষ্টি,ডল্কা,এসিড নাই,সিপিয়া,থুজা।
চক্ষুপল্লবে: এসিড নই।
নাকের উপর:কষ্টি,থুজা।
জিব্হায় আচিঁল:অরাম মিউর,থুজা।
গ্রীবায় আচিঁল:এসিড নাই।
বাহুর উপর আচিঁল:ক্যালকেরিয়া ফস,কষ্টিকাম,এসিড নাই,সিপিয়া সালফার।
হাতের আচিঁল:ক্যালকেরিয়া ফস,কষ্টিি,এসিড নাই,লাইকো,সিপিয়া,সালফার থুজা।
করতলে আচিঁল:এনাকার্ডিয়াম ওরি,নেট্রাম মিউর।
আঙ্গুলে আচিঁল:বার্বারিস,ক্যাল,কষ্টি,নেট্রাম মিউর,এসিড এসেটিক,রাসটক্স,সিপিয়া,সালফার,থুজা।
বৃদ্ধ আঙ্গুলিতে আচিঁল:ল্যাকেসিস।
প্রেপুসের উপর আচিল:সিনাবেরিস,ষ্ট্যাফিসেগ্রিয়া,থুজা।
লিঙ্গ মুন্ডেে:এসিড নাই,এসিড ফস,থুজা।
স্ত্রীজননেন্দ্রিয়ে আচিঁল:এসিড নাই,সিপিয়া,ষ্ট্যাফিসেগ্রিয়া,থুজা।ে
আঁচিলের সদৃশ ঔষধ নির্বাচন(বোরিক রেপার্টরির সাহায্যে)
VERUCCA (warts) -- Acet. ac., Am. c., Anac. oc., Anag., Ant. c., Ant. t., Ars. br., Aur. m. n., Bar.
c., Calc. c., Castorea, Cast.
eq., Caust., Chrom. oxy.,
Cinnab., Dulc., Ferr. picr., Kali m., Kali perm., Lyc., Mag. s., Nat. c.,
Nat. m., Nat. s., Nit. ac., Ran.
b., Semperv. t., Sep., Sil.,
Staph., Sul., Sul. ac., Thuya,
X-ray.
Bleed easily --
Cinnab.
Jagged, large --
Caust., Nit. ac.
Condylomata, fig warts --
Calc. c., Cinnab., Euphras., Kali
iod., Lyc., Med., Merc. c., Merc.
s., Nat. s., Nit. ac., Phos.
ac., Sab., Sep., Sil., Staph., Thuya.
Cracked, ragged, with
furfuraceous areola -- Lyc.
Flat, smooth, sore --
Ruta.
Horny, broad --
Rhus t.
Large
Seedy --
Thuya.
Smooth, fleshy, on back of hands -- Dulc.
Smooth, fleshy, on back of hands -- Dulc.
Lupoid --
Ferr. picr.
Moist
Itching, flat, broad --
Thuya.
Oozing -- Nit. ac.
Oozing -- Nit. ac.
Painful
Hard, stiff, shining --
Sil.
Sticking -- Nit. ac., Staph., Thuya.
Sticking -- Nit. ac., Staph., Thuya.
Pedunculated --
Caust., Lyc., Nit. ac., Sab.,
Staph., Thuya.
Location
Body, in general --
Nat. s., Sep.
Breast -- Castor.
Face, hands -- Calc. c., Caust., Carbo an., Dulc., Kali c.
Forehead -- Castorea.
Genito-anal surface -- Nit. ac., Thuya.
Hands -- Anac., Bufo, Ferr. magnet., Kali m., Lach., Nat. c., Nat. m., Rhus t., Ruta.
Neck, arms, hands, soft, smooth -- Ant. c.
Nose, finger tips, eye brows -- Caust.
Prepuce -- Cinnab., Phos. ac., Sab.
Breast -- Castor.
Face, hands -- Calc. c., Caust., Carbo an., Dulc., Kali c.
Forehead -- Castorea.
Genito-anal surface -- Nit. ac., Thuya.
Hands -- Anac., Bufo, Ferr. magnet., Kali m., Lach., Nat. c., Nat. m., Rhus t., Ruta.
Neck, arms, hands, soft, smooth -- Ant. c.
Nose, finger tips, eye brows -- Caust.
Prepuce -- Cinnab., Phos. ac., Sab.
Small, all over body --
Caust.
Smooth --
Calc. c., Ruta.
Sycotic, syphilitic --
Nit. ac.
আচিঁলের সদৃশ ঔষধ নির্বাচন(কেন্ট
রেপার্টরির সাহা্যে)
WARTS, horny
----------
WARTS, horny
----------
++ inflamed
: Am-c., bell., bov., calc., caust., hep., lyc., nat-c., nit-ac., rhus-t., sars., sep., sil., staph., sulph., thu.
++ painful
: Am-c., bov., calc., caust., hep.,
kali-c., kali-s., lach., lyc., nat-c., nat-m., nit-ac., petr.,
phos., rhus-t., ruta., sabin., sep., sil., sulph., thu.
++ round
: Calc.
++ small
: Bar-c., berb., calc., caust., dulc., ferr-p., ferr., hep.,
lach., nit-ac., rhus-t., sars., sep., sulph., thu.
++ stinging
: Am-c., ant-c., bar-c., calc., caust., hep., lyc., Nit-ac.,
rhus-t., sep., sil., staph., sulph., Thu.
++ tearing
: Am-c.
++ thin
epidermis, with : Nit-ac.
++ withered
: Ars., calc., camph., caps.,
cham., Chin., clem., cocc.,
croc., ferr-ar., ferr-p., ferr., hyos., iod., kali-c., lyc., merc., ph-ac., phos., rheum., rhod., sars., Sec.,
seneg., sil., spong., sulph., verat.
++ WENS : Agar., am-c.,
anac., ant-c., Bar-c., Calc., coloc., Graph., hep., kali-c., nit-ac., ph-ac., rhus-t., sabin., sil., spong.,
sulph., thu.
++ WRINKLED, shrivelled : Am-c., ambr., ant-c., apis., ars., bor., bry.,
calc., camph., cham., chlor., con., cupr., graph., hell., hep., kali-ar., kreos., lyc., manc., merc., mez., mur-ac., nux-v., ph-ac., phos., phyt.,
plb., rheum., rhod., rhus-t., sabad., sars., Sec., sep., spig.,
stram., sulph., urt-u.,
verat-v., verat., viol-o.
একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথ চিকিৎসকের পরার্মশ নিয়ে ঔষধ খাবেন,নিজে নিজের ডাক্তারি করবেন না,কারণ রোগীর রোগের লক্ষন মিলতে হবে,অন্যথায় উপকার পাওয়া যাবে না। রোগীর লক্ষন,রোগের লক্ষন ব্যাতীত ঔষুধ প্রয়োগ করা কঠোর ভাবে নিষিদ্ধ।
see more visit.
আঁচিলের হোমিওপ্যাথিক চিকিৎসা।